Close (x)

বিনোদনের সময় করোনায় আক্রান্ত ‘সা রে গা মা পা’র চার বিচারক

২২-১০-২০২০, ১৫:১০

বিনোদন সময় ডেস্ক

fb tw
করোনায় আক্রান্ত ‘সা রে গা মা পা’র চার বিচারক
অবশেষে করোনার থাবা বসল এবার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-এর মঞ্চে। করোনা আক্রান্ত হয়েছে শো-এর চার বিচারক শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, মিকা সিং এবং আকৃতি কাকর। আরও দুই বিচারক ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়েরও হালকা জ্বর রয়েছে। 
তবে, সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্য নিজের করোনা আক্রান্ত হওয়ার করা স্বীকার করেছেন। শো-এর সঞ্চালক আবির চট্টোপাধ্যায় সুস্থ রয়েছেন।
সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্য ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে জানান, গত ১০ দিন ধরেই করোনা আক্রান্ত তিনি। ডাক্তারদের পরামর্শ মতো চলছেন এবং রয়েছেন হোম আইসোলেশনে। তবে শোনা গেছে, শ্রীকান্ত আচার্যর শরীরেও কোনও উপসর্গ ছিল না। শুধু একটু ক্লান্তিবোধ করছিলেন সংগীতশিল্পী। 
সেই কারণেই করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। গত ১৬ অক্টোবর তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে প্রত্যেকে হোম আইসোলেশনে রয়েছেন। মুম্বাই থেকে এসে ১৪ দিন আইসোলেশনে থাকার পরই শোয়ের শুটিং শুরু করেছিলেন মিকা সিং এবং আকৃতি কক্কর। তাদেরও মৃদু উপসর্গ রয়েছে বলে শোনা গেছে। তারাও হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
শো-এর অন্য দুই বিচারক ইমন চক্রবর্তী এবং রাঘব চট্টোপাধ্যায়েরও হালকা জ্বর রয়েছে। কিছুদিন আগে আবার মেয়ের জন্মদিন পালন করেছেন রাঘব চট্টোপাধ্যায়। তিনি বাড়িতেই রয়েছেন। আবার ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে এনগেজমেন্ট সেরেছেন ইমন চক্রবর্তী। বিচারক জয় সরকার অবশ্য সুস্থ রয়েছেন। তিনিও বাড়িতে রয়েছেন।
তবে, সঞ্চালক আবির চট্টোপাধ্যায় এখন পর্যন্ত ভালো আছেন। তিন দিন পরপর তিনি করোনা পরীক্ষা করাবেন। সুরক্ষাবিধি থাকা সত্ত্বেও কীভাবে শো-এ করোনার সংক্রমণ ছড়াল তাই নিয়ে চিন্তিত টলিউডপাড়া। নভেম্বরে আবারও ‘সা রে গা মা পা’র শুটিং শিডিউল রয়েছে। সেই শুটিং হবে কিনা, তা নিয়ে রয়েছে সন্দেহ।

করোনা ভাইরাস লাইভ

আরও সংবাদ

করোনা ভাইরাস লাইভ ›

লাইভ অনুষ্ঠান বুলেটিন ছবি ভিডিও টিভি আর্কাইভ
বাংলার সময়
বাণিজ্য সময়
বিনোদনের সময়
খেলার সময়
আন্তর্জাতিক সময়
মহানগর সময়
অন্যান্য সময়
তথ্য প্রযুক্তির সময়
রাশিফল
লাইফস্টাইল
ভ্রমণ
প্রবাসে সময়
সাক্ষাৎকার
মুক্তকথা
বাণিজ্য মেলা
রসুই ঘর
বিশ্বকাপ গ্যালারি
বইমেলা
উত্তাল মার্চ
সিটি নির্বাচন
শেয়ার বাজার
জাতীয় বাজেট
বিপিএল
শিক্ষা সময়
ভোটের হাওয়া
স্বাস্থ্য
ধর্ম
চাকরি
পশ্চিমবঙ্গ
ফুটবল বিশ্বকাপ
ভাইরাল
সংবাদ প্রতিনিধি
সর্বশেষ সংবাদ
অনুসদ্ধান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
GoTop