বাংলার সময় বান্দরবানে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
১৮-১০-২০২০, ২১:৫১
এস বাসু দাশ

বান্দরবান জেলা শহরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে মো. রফিক ও মো. জিহাদ নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান পৌর এলাকার ৯নং ওয়ার্ডের সিকদার পাড়ায় এক তরুণীকে শনিবার (১৭ অক্টোবর) রাতে জরুরি কথা আছে বলে সিকদার পাড়ার একটি পাহাড়ে ডেকে নিয়ে যায় স্থানীয় মো. জয়নাল। পরে জয়নাল ও ওই তরুণী পাহাড়ের পাদদেশে কথা বলার এক পর্যায়ে সেখানে হাজির হয় স্থানীয় মো.রফিক ও মো.জিহাদ।
পরে ওই যুবতীকে জয়নাল, রফিক ও জিহাদ গণধর্ষণ করে এবং অশ্লীল ভিডিও ধারণ করে। পরে তারা এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখায় এবং ধর্ষণের ঘটনা কাউকে জানালে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদর্শন করে।
এদিকে, রোববার (১৮ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী বান্দরবান সদর থানায় এসে গণধর্ষণের অভিযোগ এনে বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিক, মো.জিহাদ ও মো. জয়নালের নামে মামলা দায়ের করে।
এ ঘটনায় রোববার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে মো. রফিক ও মো. জিহাদকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামি মো.জয়নাল পালিয়ে যায়।
এবিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী বলেন, 'আমরা ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করেছি, অন্যজনকে ধরার চেষ্টা চলছে।'