বাংলার সময় পুলিশ কর্মকর্তার বাসা থেকে গুলিভর্তি পিস্তল চুরি
০৮-১০-২০২০, ২১:১৫
মোফাখখারুল ইসলাম মজনু

লালমনিরহাট ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আইয়ুব আলীর ভাড়া বাসা থেকে তার গুলিভর্তি পিস্তল ও নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি হয়েছে।
এ ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় গতকাল বুধবার (৭ অক্টোবর) রাতে একটি চুরির মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, টিএসআই আইয়ুব আলী শহরের বালাটারি গ্রামে অধ্যাপক হাবিবুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে থাকতেন। দুদিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে যান তিনি। মঙ্গলবার রাতে বাসার মালিক হাবিবুর রহমান দেখতে পান আইয়ুব আলীর থাকার ঘরে চুরি হয়েছে। এর পরপরই তাকে বিষয়টি অবগত করেন। দ্রুত গ্রামের বাড়ি থেকে চলে আসেন ওই কর্মকর্তা। বাসায় এসে দেখতে পান টিভি, ফ্রিজ ও ইলেকট্রনিক্স সবকিছু ঠিক থাকলেও পিস্তল, গুলি ও বাসায় থাকা নগদ টাকা নেই।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রবিউল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার পর নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।