বাংলার সময় লালমনিরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, মামলা দায়ের
০৬-১০-২০২০, ১২:৩০
মোফাখখারুল ইসলাম মজনু

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কুমারের মাল্লি নামক এলাকায় ১৪ বছর বয়সের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। এতে অভিযুক্ত ওই কিশোরীর চাচা সামছুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) দুপুরে ওই কিশোরীর বাবা-মাসহ অন্যরা বাড়িতে না থাকায় একই এলাকার সামছুল হক (৪৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। তবে সামছুলকে ওই বাড়িতে ঢুকতে দেখে প্রতিবেশী দুই নারী কিশোরীর বাড়িতে ঢুকে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। তখনই পালিয়ে যান অভিযুক্ত সামছুল।
পরে ওই কিশোরীর মা রাতেই লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম জানান, মেয়েটির ডাক্তারি করানো হয়েছে। অভিযুক্ত সামছুল হক পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।