বাংলার সময় জামালপুর-গোপালগেঞ্জে ধর্ষণ বিরোধী সমাবেশ পালন
০১-১০-২০২০, ১৪:০৮
জাহাঙ্গীর আলম

সারাদেশে একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদে জামালপুর ও গোপালগঞ্জে সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সংগঠনগুলোর যৌথ উদ্যোগে নিজ নিজ শহরে এ কর্মসূচি পালন করেছে।
জামালপুরের বকুলতলা চত্বরে ঘণ্টাব্যপী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা দুপ্রকের সহ সভাপতি শামীমা খান, জেলা মহিলা পরিষদের সহসভাপতি আয়শা পারভীন, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন, গণধর্ষণের শিকার সংগ্রামী নারী জয়িতা কল্পনা বেগম, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক দিলশাদ শর্মী, প্রচার সম্পাদক তানভীর হীরা, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব সাব্বির হোসেন রিয়াদ, শিশু প্রতিনিধি রাকিব, সংস্কৃতি কর্মী এমআরআই রাসেল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সহসভাপতি আশরাফুজ্জামান স্বাধীন।
উপস্থিত শতাধিক নারী-পুরুষ মুখে কালো কাপড় বেঁধে ঘণ্টাব্যপী প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে শহরে প্রধান সড়কে বসে পড়ে অবস্থান নেয়। এ সময় শহরে যানযটের সৃষ্টি হয়।
এদিকে, গোপালগঞ্জেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পিস ফর ওয়ার্ল্ড ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
এদিকে, গোপালগঞ্জেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পিস ফর ওয়ার্ল্ড ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সমানে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।
মানববন্ধন চলাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা আশিক চৌধুরী, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক অমিনুল করিম মঞ্জু, শাহরিয়ার ইসলাম বক্তব্য রাখেন।
মানববন্ধন চলাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা আশিক চৌধুরী, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক অমিনুল করিম মঞ্জু, শাহরিয়ার ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, সিলেটের এম.সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণসহ সারা দেশব্যাপী সংঘঠিত যৌন হয়রানি ও ধর্ষকদের বিচারের দাবি জানানো হয়।