বাংলার সময় নির্যাতিতাদের পাশে দাঁড়ালেন লালমনিরহাটের এসপি
২৭-০৯-২০২০, ১২:০১
মোফাখখারুল ইসলাম মজনু

ধর্ষণের শিকার নারীদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।
জেলার বিভিন্ন থানায় কিংবা আদালতে চলমান বিচারাধীন এ মামলায় নির্যাতিতা নারীদের দুরাবস্থা ও সামাজিক অবহেলার কথা বিবেচনায় নিয়ে তাদের কর্মসংস্থানে সহযোগিতা দিতে পাশে দাঁড়ান লালমনিরহাট পুলিশ সুপারের বন্ধু সংগঠন।
এরই অংশ হিসেবে শনিবার লালমনিরহাট পুলিশ লাইন্স হল রুমে জেলায় নির্যাতনের শিকার সন্তানসম্ভবা ও এমন ঘটনায় সন্তানের মা হওয়া জেলার ১০ নারীকে কর্মসংস্থানের জন্য উপহার হিসেবে একটি করে সেলাই মেশিন ও নগদ অর্থ (৩ হাজার করে টাকা) প্রদান করা হয়।
এ সময় লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১-৯২ ব্যাচের সহপাঠীদের সমন্বয়ে গঠিত তাদের বন্ধু সংগঠনের উদ্যোগ আর অর্থায়নে ১০ নারীর কর্মসংস্থানের লক্ষ্যে হাতে তুলে দেয়া হয় সেলাই মেশিন।
এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের সদস্য এটিএন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরন, সদস্য মোস্তফা আল মামুন, আনোয়ার হোসেন ও মুনির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার জানান, এর আগে শুক্রবার জেলার পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে আফজান হোসেন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এমন আরও ৫ নারীকে সংগঠনের পক্ষ থেকে উপহার দেয়া হয়। সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।