বাংলার সময় জামালপুরে কৃষক হত্যায় একজনের ফাঁসি, পাঁচ জনের যাবজ্জীবন
০৯-০৯-২০২০, ১৭:০৯
জাহাঙ্গীর আলম

জামালপুরে কৃষক আব্দুল মোমিন হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেন- আনছার আলী প্রমাণিক।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- আনছার আলী প্রমাণিকের ছেলে কলম প্রমাণিক, মো.শাহীন, মো.সাইদুল, পুত্রবধূ শাইবানু ও তার স্ত্রী শাবজান বেগম।
তাদের বাড়ি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কুমারঘাতি গ্রামে। রায়প্রাপ্ত সকলেই পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কুমারগাতি গ্রামের আব্দুল রইচ ও আনছার আলী সম্পর্কে ভাই। তাদের পৈত্তিক জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০০৭ সালে ১৬ জুন সকালে আনছার আলীসহ সাজাপ্রাপ্তরা আব্দুল রইচের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আব্দুল রইচের বড় ছেলে আব্দুল মোমিনকে কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় মোমিনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুই দিন পর বিকেলে তিনি মারা যান। পরে নিহত মোমিনের বাবা আব্দুল রইচ বাদী হয়ে জামালপুর সদর থানায় ছয় জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কুমারগাতি গ্রামের আব্দুল রইচ ও আনছার আলী সম্পর্কে ভাই। তাদের পৈত্তিক জমিজমা নিয়ে বিরোধ ছিল। ২০০৭ সালে ১৬ জুন সকালে আনছার আলীসহ সাজাপ্রাপ্তরা আব্দুল রইচের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আব্দুল রইচের বড় ছেলে আব্দুল মোমিনকে কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় মোমিনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুই দিন পর বিকেলে তিনি মারা যান। পরে নিহত মোমিনের বাবা আব্দুল রইচ বাদী হয়ে জামালপুর সদর থানায় ছয় জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।