মহানগর সময় রাজশাহীতে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
০৫-০৯-২০২০, ১৭:০৩
রাজশাহী ব্যুরো

‘পায়ে হেঁটে বাড়ির পাশে বিট পুলিশিং কার্যালয়ে যাই, বিনা খরচায় অনায়াসে পুলিশি সেবা পাই’- এই স্লোগান নিয়ে শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ীর কাঁকনকাট পৌর মিলনায়তনে আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি কাঁকনহাট পৌর সভায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন।
উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাঁকনহাট পৌর মেয়র আলহাজ আব্দুল মজিদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আব্দুর রাজ্জাক, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র-১ আজাহার আলী, কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ ও কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর।
কাঁকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত।