বাংলার সময় রাজশাহী বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৬
০৪-০৯-২০২০, ১৩:৫৭
রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় ২৪ ঘণ্টায় ১০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় জয়পুরহাটে একজন এবং বগুড়াতে তিনজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩৮ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৮৬ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৬ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৩৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৬৭৩ জন।
শুক্রবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য জানিয়েছেন।