ভ্রমণ সিলেটে এখনো বন্ধ পর্যটনকেন্দ্র, ক্ষতি সাড়ে ৩ হাজার কোটি
০৩-০৯-২০২০, ১০:২৭
ভ্রমণ সময় ডেস্ক

করোনা পরিস্থিতির মাঝে সমুদ্র সৈকত কক্সবাজারসহ বেশ কয়েকটি জেলার পর্যটনকেন্দ্র খুলে দেয়া হলেও সিলেটে এখনো সব বন্ধ রয়েছে। এ অবস্থায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে পর্যটন শিল্প। ব্যবসায়ীদের দাবি, এ পর্যন্ত ক্ষতি হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা। তাই দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি তাদের।
দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং বছর জুড়ে পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতিকে ছুঁয়ে দেখার আনন্দে উচ্ছ্বসিত হন পর্যটকরা। এখন সেই জাফলং নিঃস্তব্দ। করোনা পরিস্থিতিতে মার্চ মাস থেকে পর্যটন কেন্দ্রের ওপর নিষেধাজ্ঞা জারির পর নেমে এসেছে সুনসান নীরবতা। শুধু জাফলং নয়, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, সাদাপাথর, রাতারগুলেও একই অবস্থা।
এতে দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণকারীরা হতাশ। আর পর্যটক না আসায় মানবেতর জীবনযাপন করছে এই শিল্পের সাথে জড়িতরা।
সিলেট ট্যুর গাইড অ্যাসোসিয়েশন সভাপতি হুমায়ূন কবির লিটন বলেন, এদের বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই।
করোনা সংক্রমণরোধে বন্ধ পর্যটনকেন্দ্র, হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টহাউসসহ পরিবহনও। এতে আর্থিক ক্ষতি কয়েক হাজার কোটি টাকা বলে দাবি হোটেল মালিকদের।
সিলেট হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস ওনার্স এসোসিয়েশন প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, হোটেল-মোটেল সব মিলিয়ে আমাদের প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসন ১৮ মার্চ থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে।