বাংলার সময় জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
৩০-০৮-২০২০, ১৬:৫৪
জাহাঙ্গীর আলম

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমানুল্লাহ আকাশ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টায় শহরের কাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
পৌর কাউন্সিলর মিজানুর রহমান মুকুল জানান, সকাল সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলা করছিল শিশু আকাশ। ওই সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ডিশ লাইনের ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী জিআই তারের সংযোগ ছিল। ঝুলন্ত তার স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ওই শিশুর মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এবং পৌর মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন ওই শিশুর বাড়িতে গেছেন।