প্রবাসে সময় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
২৯-০৮-২০২০, ১৫:১৫
শরীফ মিজান

কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান (এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,জি) বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ডক্টর আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তারা দুদেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম ও সুগভীর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করেন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্রের অনুলিপি গ্রহণ করেন এবং কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামান নিয়োগপ্রাপ্ত হন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্রের অনুলিপি গ্রহণ করেন এবং কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামান নিয়োগপ্রাপ্ত হন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের ভূমিকা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার কথা স্মরণ করেন।
এছাড়াও যুদ্ধপরবর্তী সময়ে কুয়েত পূর্ণগঠনে বাংলাদেশের সহযোগিতার কথা উল্লেখ করার পাশাপাশি নবনিযুক্ত রাষ্ট্রদূতের মেয়াদকালীন সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ডক্টর আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ।