বাংলার সময় মাস্ক না পরায় ৩২ জনের বিরুদ্ধে মামলা
২৬-০৮-২০২০, ২২:২৮
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্কবিহীন চলাফেরার অপরাধে ৩২ জনের বিরুদ্ধে ৩২টি মামলা ও ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) চারঘাট উপজেলার সারদা ও বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা এ অর্থদণ্ড দেন।
জানা গেছে, করোনা প্রতিরোধে জনগণের স্বার্থে এবং সরকারি নির্দেশনায় মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। তারই অংশ হিসাবে উপজেলায় মাস্কবিহীন চলাফেরার অপরাধে ৩২ টি মামলা করা হয় এবং ১১ হাজার ২ শ ৬০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে জনগণের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।