বাংলার সময় নিজ ঘরে মা ও শিশুর মরদেহ, সন্দেহ স্বামীর পরকীয়া
২৬-০৮-২০২০, ১২:১৭
জাহাঙ্গীর আলম
জামালপুরে নিজ বাসা থেকে মা ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাদারগঞ্জ উপজেলার গোনারিতলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) ভোরে নদী থেকে মাছ শিকার করে বাড়ি ফেরেন হারুনুর রশিদ। এ সময় ঘরে ঢুকে স্ত্রী শিখা ও তার ৩ বছরের ছেলে তাওহীদের মরদেহ পড়ে থাকতে দেখেন।
তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান তিনি।
পরে খবর পেয়ে ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাদারগঞ্জ থানা পুলিশ। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় স্বামী হারুনুর রশিদসহ প্রতিবেশী বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এদিকে স্বজনদের অভিযোগ পরকীয়ায় জড়িয়ে বিদেশ ফেরত স্বামী হারুনুর রশিদ নিজেই স্ত্রী-সন্তানকে হত্যা করে মিথ্যা নাটক সাজিয়েছেন।
এদিকে স্বজনদের অভিযোগ পরকীয়ায় জড়িয়ে বিদেশ ফেরত স্বামী হারুনুর রশিদ নিজেই স্ত্রী-সন্তানকে হত্যা করে মিথ্যা নাটক সাজিয়েছেন।