বাংলার সময় রাজশাহীতে একদিনে করোনা থেকে সুস্থ ১৫৪ জন
২৩-০৮-২০২০, ২২:৩১
রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৭৮৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ৪ জন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪০ জনে।
এদিকে, বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ি ফিরেছেন আরো ১৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থের সংখ্যা ১১ হাজার ৬০৫ জনে দাঁড়িয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য জানিয়েছেন।
ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জ ১১ জন, নওগাঁয় ১ জন, নাটোরে ৫ জন, বগুড়ায় ৭৮ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ১ জন। তবে জয়পুরহাটে এ দিন কোন করোনা রোগী শনাক্ত হয়নি।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ২৩২ জন। এছাড়াও নগরীতে ৩ হাজার ১৮২ জনসহ রাজশাহীতে ৪ হাজার ৩১৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৫৪ জন, নওগাঁয় ১ হাজার ১১০ জন, নাটোরে ৭৭৬ জন, জয়পুরহাটে ৮৯৭ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৮৩৯ জন ও পাবনায় ৯৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৪০ জন। এরমধ্যে রাজশাহীতে ৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৪ জন, জয়পুরহাটে ৫ জন, বগুড়ায় ১৪৫ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে।