ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়
০২-০৮-২০২০, ১৪:৫০
ভ্রমণ সময় ডেস্ক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা।
রোববার (২ আগস্ট) সকাল থেকে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় ভিড় বাড়তে থাকে। দুপুরের দিকে দর্শনার্থী ও পর্যটকদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। ঈদের ছুটির কারণে প্রশাসনের কড়াকড়িও ছিলো না। স্বাস্থ্যবিধিও মানেননি কেউ।
গতকাল বিকেল থেকেই দর্শনার্থীরা ভিড় করেন সিলেট অঞ্চলের বিছানাকান্দি, জাফলং, লালাখাল, পাংথুমাই, লোভাছড়াসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে।
করোনা পরিস্থিতির কারণে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞায় চারমাস ধরে বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্রগুলো।