বাংলার সময় লালমনিরহাটে সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ
২৮-০৭-২০২০, ১৫:৫৪
সময় সংবাদ

করোনা পরিস্থিতিতে লালমনিরহাট শ্রমিক কর্মচারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয় রেলওয়ে শ্রমিক লীগ অফিসে পারভেজ আফতাফ টফির সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতারা। বক্তৃতা করেন লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল প্রমুখ।
তারা জেলায় কর্মরত ৪০ জন সাংবাদিকের মাঝে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে।