বাংলার সময় দ্বিতীয় দফা বন্যার কবলে জামালপুর
১৫-০৭-২০২০, ০৯:৩৮
জাহাঙ্গীর আলম

আবারও যমুনার পানি বাড়ায় দ্বিতীয় দফা বন্যার কবলে জামালপুর। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। পানিবন্দি লাখো মানুষ। কেউ কেউ আশ্রয়কেন্দ্রে উঠলেও, হাজারো পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে। বিশুদ্ধ পানি ও খাবার সঙ্কট, বনবাসীদের দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ।
কোথাও হাঁটু , আবার কোথাও কোমর পানি। এরমধ্যেই দিন কাটছে জামালপুরের হাজার হাজার বানভাসিদের। প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই নতুন করে পানি ঢুকেছে ঘরবাড়িতে। সব মিলিয়ে অসহায় গ্রামের পর গ্রামের মানুষ। সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা।
পানিতে তলিয়ে যাওয়ায় ইসলামপুর উপজেলার সাথে ৪টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে জীবিকার তাগিদে ছোটা মানুষদের কষ্টের শেষ নেই।
জেলা প্রশাসনের তথ্য মতে, দ্বিতীয় দফার বন্যায় জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুরসহ ৬ উপজেলার ৩০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যা দুর্গতদের জন্য খোলা হয়েছে ১৪টি আশ্রয় কেন্দ্র।