প্রবাসে সময় কুয়েতে কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা
১২-০৭-২০২০, ১৭:৫২
শরীফ মিজান
করোনাভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়ছে। কুয়েতের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা কুয়েত হিউম্যানিটেরিয়ান রিলিফ সংস্থা উদ্যোগে গত মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত প্রায় ১০ হাজার প্রবাসীদের মাঝে খাদ্যসহ নানা পণ্য বিতরণ করা হয়।
করোনার মহামারিতে সারা বিশ্বের ন্যায় কুয়েতেও চলছে লকডাউন। এরফলে কুয়েতে প্রবাসী শ্রমিকরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। কুয়েতের এই দুর্নিনে কয়েতি ম্যাডাম উম্মে ইসরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
উম্মে ইসরার পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে আছেন। তাদের সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিচ্ছি আমরা। অনেকের কাজ নাই, অনেকের আকামা নেই। তাদেরকে আমরা ত্রাণ দেয়ার ব্যবস্থা করছি।
এই চার মাসে কুয়েতের বিভিন্ন অঞ্চলে প্রবাসী শ্রমিকদের সহয়াতা করেছেন উম্মে ইসরা। প্রবাসীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।