আন্তর্জাতিক সময় কুয়েতে পযার্য়ক্রমে তুলে নেয়া হচ্ছে লকডাউন
০৭-০৭-২০২০, ১৬:৪৮
শরীফ মিজান

কুয়েতে করোনার সংক্রমণ কমে আসায় পযার্য়ক্রমে তুলে নেয়া হচ্ছে লকডাউন। ধাপে ধাপে ফিরছে স্বাভাবিক অবস্থা।
সরকারের পক্ষ থেকে লকডাউন তুলে নেয়ার ফলে স্বস্তি নেমে এসেছে জনমনে। প্রথম ও দ্বিতীয় ধাপে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার ফলে পরিস্থিতি কিছুটা অনুকূলে এসেছে। প্রবাসীরাও কর্মস্থলে কাজ করার সুযোগ পাচ্ছেন।
স্বাস্থ্যবিধি মেনে চলার কারণেই করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসছে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে কুয়েতে রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।