প্রবাসে সময় কুয়েতে স্বাস্থ্যবিধি মানায় লকডাউন এলাকা করোনামুক্ত
০৭-০৭-২০২০, ০১:৩৮
শরীফ মিজান

কুয়েতে মহামারি করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে চলে আসছে লকডাউন। প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে পর্যায়ক্রমে তুলে নেয়া হচ্ছে এই লকডাউন।
ঠিক তেমনি কুয়েতের মাহবুলা ও জেলিব সুয়েখ অঞ্চলে দীর্ঘদিন থেকে চলে আসা লকডাউন শেষ হতে যাচ্ছে আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৫ টা থেকে। বরাবরের মতো রাত ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত পরবর্তী ঘোষণা দেয়া পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ।
কুয়েত সরকারের দেয়া নির্দেশনা মেনে ঘরে অবস্থান করার জন্য সরকার প্রবাসীদের ধন্যবাদ জানান।
সরকারের পক্ষ থেকে লকডাউন তুলে নেয়ার ফলে প্রবাসীদের জনমনে নেমে আসছে স্বস্তির নিশ্বাস। ঘরে বন্দী মানুষগুলোর মনে অনেক আনন্দ, অনেক উচ্ছ্বাস। মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে আবারও বিচরণ করতে পারবে স্বাভাবিক জীবনে। এ জন্য প্রবাসীরা সরকারের সিদ্ধান্তকে ধন্যবাদ জানান।