বাংলার সময় জামালপুরে করোনায় নতুন আক্রান্ত ৮
০৭-০৭-২০২০, ০১:০৯
জাহাঙ্গীর আলম

গত ২৪ ঘণ্টায় জামালপুরে নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৪৯ জন। সোমবার (০৬ জুলাই) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে জামালপুরের প্রতিবেদনে ৮ জন শনাক্ত হয়েছে।
এরা হলেন জামালপুর সদরের ইকবালপুর, কাচারীপাড়া, মালগুদাম, পাথালিয়া, কলেজ রোড ও সদর উপজেলার তুলশীপুর এলাকার বাসিন্দা। এছাড়া অপরজন সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ এলাকার। এর মধ্যে সদর ২৫১, মেলান্দহ ৭৯, মাদারগঞ্জ ৪২, ইসলামপুর ১১৫, সরিষাবাড়ী ৬৭, দেওয়ানগঞ্জ ৩৬, বকশীগঞ্জ ৫৯ জন।
জেলায় মোট করোনায় আক্রান্ত ৬৪৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩২ জন। মারা গেছেন ৯ জন। বর্তমানে ২০১ জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।