শেয়ার বাজার ২০ কোম্পানির ৬১ পরিচালককে আল্টিমেটাম
০৬-০৭-২০২০, ১১:৪২
বাণিজ্য সময় ডেস্ক

শেয়ারবাজারের ২০ কোম্পানির ৬১ পরিচালককে আলটিমেটাম দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন।
ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে কেউ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক পদে থাকতে পারবেন না। ২০১১ সালের এই আইনের প্রেক্ষিতে ২২ কোম্পানির ৬১ পরিচালককে আলটিমেটাম দেয়া হয়।
৪৫ দিনের মধ্যে ৬১ পরিচালককে নূন্যতম শেয়ার ধারণের সময়সীমা বেঁধে দেয়া হয়। অন্যথায় তাদের পরিচালক পদ থেকে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিএসইসি'র পুনর্গঠিত কমিশন আইন অমান্যকারী পরিচালকদের বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নিতে শুরু করেছে।