বাংলার সময় পাট কাটতে পানিতে নেমে ফেরা হলো না কমল মিয়ার
০৩-০৭-২০২০, ১১:৪৬
জাহাঙ্গীর আলম

জামালপুরের মাদারগঞ্জে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে কমল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের বেড়াবেতাগা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত কৃষক বেড়াবেতাগা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, কমল সকালে বাড়ির বন্যার পানির নিচে তলিয়ে যাওয়া পাট কাটতে যান। এসময় বন্যার পানির তীব্র স্রোতে পানির নিচে তলিয়ে যান তিনি। সকাল ১০টায় পাট ক্ষেতের কিনারায় তার মরদেহ ভেসে ওঠে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।