বাংলার সময় আবারো বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
০২-০৭-২০২০, ১৮:০৫
মোফাখখারুল ইসলাম মজনু

করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর পুনরায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার একপর্যায়ে এ স্থলবন্দরটি দিয়ে গতমাসের ১০ জুন আমদানি-রফতানি শুরু হয়। তবে বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা এলাকার মানুষজনের মধ্যে করোনা সংক্রমনের ব্যাপকতা বাড়বে এমন দাবিতে আন্দোলন গড়ে তুললে বাধার মুখে তা বন্ধ হয়ে যায়।
উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েশনের নেতারা দফায় দফায় আলোচনা হয়। পরে সমঝোতা হলে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল থেকে আবার তা শুরু হয়েছে।
এ সময় বাংলাদেশি বিভিন্ন পণ্য নিয়ে আটটি ট্রাক ভারতে ও ভারতীয় পণ্য নিয়ে চারটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরে অনুপ্রবেশ করেছে।
এসময় উভয় দেশের সিঅ্যান্ডএফ নেতারা স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।