বাংলার সময় ডিজিটাল সেবায় জামালপুর জেলা প্রথম
২০-০৬-২০২০, ১৬:২০
জাহাঙ্গীর আলম

ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবায় ২৭টি জেলার মধ্যে জামালপুর জেলাকে প্রথম ঘোষণা করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। মন্ত্রী পরিষদ বিভাগের মূল্যায়নপত্রে জানানো হয়েছে জামালপুর জেলা প্রশাসন ই-নথিতে বা অনলাইনে দাপ্তরিক কাজ করে ভোগান্তি কমিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারের সেবা প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছেন।
গত মে মাসের ই-নথির দাপ্তরিক কাজের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ গত বৃহস্পতিবার জামালপুর জেলাকে বি-ক্যাটাগরির ২৭টি জেলার মধ্যে প্রথম বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানা গেছে, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক দায়িত্ব গ্রহণের পর ডিজিটাল পদ্ধতিতে ই-নথি ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের সেবাদান ও দাপ্তরিক কাজ সম্পাদনায় অনলাইন কাজে গুরুত্ব দেন। ফলে ২৭টি জেলার মধ্যে জামালপুর ২৬তম অবস্থানে ছিল।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এই জেলার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো ই-নথির দাপ্তরিক কাজের মূল্যায়নে এই জেলা প্রথম হলো। গত এপ্রিল মাসেও প্রথম স্থান অধিকার করেছে। সেই প্রথম স্থান মে মাসেও ধরে রাখলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সরকারের ই-নথি সেবা কার্যক্রমের মাধ্যমে জনগণকে কোনপ্রকার ভোগান্তি ছাড়া সরকারী দাপ্তরিক সেবা দেবার প্রয়াস নিয়ে জেলা প্রশাসনের প্রতিটি বিভাগের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
যাতে ডিজিটাল বাংলাদেশের প্রকৃত সেবা পেতে ও সরকারের জনবান্ধব নীতি বাস্তবায়ন, ভোগান্তি হ্রাস এবং তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কাজকে সহজ দুনীর্তিমুক্ত করে সাধারণ মানুষ প্রকৃত সেবা পেতে পারে। এই ধারা অব্যাহত রাখতে প্রত্যেকটি বিভাগ আরো নিরলস ভাবে কাজ করবে।