বাংলার সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত
০৭-০৬-২০২০, ০৩:২৫
সময় সংবাদ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৬ জুন) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় শনিবার করোনা পজিটিভ ৯ জন। তার মধ্যে সদর উপজেলায় ৫ জন। এদের মধ্যে একজন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর, অন্যজন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কর্মচারী রয়েছেন। রুমা উপজেলার সুনসং পাড়া ও মেনদুই পাড়ার ৩ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১জন রয়েছেন। মোট আক্রান্ত ৪৬ জনের মধ্যে ১৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
শনিবার রাত ১১টার দিকে জেলার সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, শারীরিক ও মানসিক, সব দিক দিয়ে পার্বত্য মন্ত্রী সুস্থ আছেন, তিনি সবার আশীর্বাদ কামনা করেন।
এদিকে পার্বত্যমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
অন্যদিকে এই ঘটনার পর পার্বত্য মন্ত্রীর আরোগ্য কামনায় নেতাকর্মীরা উনার জন্য আর্শীবাদ কামনা করেন।
প্রসঙ্গত, পজেটিভ রিপোর্ট আসার ১ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে জেলার আলীকদম উপজেলার কৃষি ব্যাংক কর্মকর্তা আমিরুল আজীজ শনিবার সকাল ১১টার সময় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান।