প্রবাসে সময় ৫ ধাপে সব খুলে দেবে কুয়েত
০২-০৬-২০২০, ০৯:৪৩
শরীফ মিজান
সংক্রমণ রোধে কুয়েতে লকডাউন চললেও, অর্থনীতির চাকা সচল করতে ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসেবে শিল্প-কারখানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হয়েছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়রা।
করোনা সংক্রমণ রোধে কুয়েতে চলছে কারফিউ জারি ও লকডাউন। দীর্ঘ তিন মাস যাবত চলে আসছে সরকারের বিধিনিষেধ। কুয়েতে অর্থনীতির চাকা সচল রাখতে ৫ ধাপে সবকিছুই খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।
গত ৩১ মে থেকে শিল্প কারখানা,গ্যাস, লন্ড্রি, মেইন্টেনেন্স, সিম কোম্পানি, ইন্টারনেট সেবা, ক্লিনিক ও মসজিদগুলো স্বাস্থ্য বিধি মেনে খুলে দেয়া হয়েছে। মন্ত্রী পরিষদ পরবর্তীতে ধাপে ধাপে সব কিছুই খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
স্থানীয় নাগরিক ও প্রবাসী বাংলাদেশীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঘরেই অবস্থান করছেন।