শেয়ার বাজার লকডাউন শিথিলে শেয়ারবাজারে উন্নতি
২৭-০৫-২০২০, ১১:৪৫
আন্তর্জাতিক সময় ডেস্ক

করোনাভাইরাসের মহামারির মধ্যেই লকডাউন শিথিল করায় খানিক উন্নতি হয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের শেয়ারবাজারে।
মঙ্গলবার (২৬ মে) পুঁজিবাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, যুক্তরাষ্ট্রের S&P-500 শেয়ারের সূচক বৃদ্ধি পেয়েছে অন্তত ৩ হাজার পয়েন্ট। এটি গত ৩ মাসে সূচকের সর্বোচ্চ উন্নতি। অন্যদিকে ডাও জোনস-এর সূচক বৃদ্ধি পেয়েছে ৩ হাজার ১৬ পয়েন্ট, নাসডাক পেয়েছে ১৭৭ পয়েন্ট।
তবে সামান্যই উন্নতির মুখ দেখেছে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজার। জাপানের নিক্কেই-225 বৃদ্ধে পেয়েছে ৫৫০ পয়েন্ট, যুক্তরাজ্যের FTSE-250 বৃদ্ধি পেয়েছে অন্তত ৫০০ পয়েন্ট।