বাংলার সময় এবার বান্দরবানেও বিনামূল্যে ‘এক মিনিটের বাজার’
১৭-০৫-২০২০, ১৮:৪৯
এস বাসু দাশ

চট্টগ্রাম ও রাঙামাটির পর এবার বান্দরবানে বসল সেনাবাহিনীর ‘এক মিনিটের বাজার’। এ বাজার থেকে বিনামূল্যে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনী খাদ্যপণ্য সংগ্রহ করেন করোনা পরিস্থিতিতে অসহায় ও কর্মহীনরা। সেনাবাহিনীর এমন উদ্যোগে দারুণ খুশি তারা।
সামাজিক দূরত্ব মেনে প্রথমে জীবাণুনাশক টানেলে পরিষ্কার হওয়া। এরপর হাতকে জীবাণুমুক্ত করে একেকজন ঢুকছেন বাজারে। টেবিলে চাল, ডাল, তেল, পটল, আলু, ঢেঁড়শসহ নানা ধরনের সবজি।
বান্দরবান জেলা স্টেডিয়ামে ব্যতিক্রমী এ উদ্যোগের আয়োজক সেনাবাহিনীর। ‘এক মিনিটের বাজার’ থেকে পর্যায়ক্রমে নিত্যপ্রয়োজনী পণ্য সংগ্রহ করেন করোনায় কর্মহীন ও দুস্থরা। প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখে সেনাবাহিনী। এতে খুশি সুবিধাভোগীরা।
করোনা দুর্যোগে কর্মহীনদের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা জানান সেনা কমান্ডার।
বান্দরবান সেনা রিজিয়ন ৬৯ পদাতিক বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান বলেন, সরাসরি ন্যায্য মূল্যে প্রান্তিক চাষিদের থেকে সবজি ক্রয় করেছি। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম করা হয়েছে।
রোববার এ বাজার থেকে সহায়তা পান দুই শতাধিক মানুষ।