বাংলার সময় যমুনায় বিলীন হচ্ছে জনপদ, বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর
১৪-০৫-২০২০, ১১:৫৭
জাহাঙ্গীর আলম
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর তীব্র ভাঙনে বসতভিটা, ফসলি জমি, স্কুল কলেজ খেলার মাঠ ও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বাহাদুরাবাদ নৌ থানা। ভাঙন রোধে দ্রুত নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে আপদকালীন জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়া হয়েছে।
গত এক সপ্তাহে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বেড়েছে যমুনা নদীর পানি। এতে খোলাবাড়ি বাজারের অনেকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তলিয়ে গেছে অন্তত ৫০টি দোকান। হুমকিতে রয়েছে নবনির্মিত বাহাদুরাবাদ নৌ থানা।
একটি মাদ্রাসা ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বাজারের শতাধিক দোকানপাট হুমকির মুখে রয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ভাঙন এলাকা পরির্দশন করে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।
অবশ্য ভাঙন রোধে আপদকালীন সময়ে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গত একমাসে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, খেলার মাঠসহ অর্ধশতাধিক স্থাপনা এবং খোলাবাড়ি বাজারের ৯০ শতাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।