বাংলার সময় সন্ধ্যার পর বাইরে ঘোরায় ৯৪৬ জনের ৮ লক্ষাধিক টাকা জরিমানা
১১-০৪-২০২০, ০০:৩৯
সময় সংবাদ

সন্ধ্যার পর অহেতুক বাইরে বের না হওয়ার সরকারি নির্দেশনা মানুষ মানছে কি না এবং ঘর থেকে বাইরে বের হওয়া বন্ধে শুক্রবার (১০ এপ্রিল) লালমনিরহাটের ৫ উপজেলায় সন্ধ্যার পর থেকে চালানো হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অভিযানে ৮ লক্ষাধিক টাকা জরিমানাসহ একজনের কারাদণ্ড দেওয়া হয়।
লালমনিরহাট জেলা প্রশাসন জানায়, চলমান করোনা পরিস্থিতিতে এর ভয়াবহতা মোকাবেলায় সরকার বিভিন্ন সময়ে নির্দেশনা ও পরামর্শ দেয়া অব্যাহত রেখেছে। আমরা স্থানীয়ভাবে তা বাস্তবায়নে সকল পর্যায়ের প্রতিনিধিসহ অন্যান্য দফতরগুলোর সমন্বয়ে বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রেখে কার্য পরিচালনা করছি। কিন্তু সচেতনতার ব্যাপারে এখনো অনেকেই আন্তরিক নয়। এ অবস্থায় সরকার আরোপিত নির্দেশনার আলোকে আজ পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যার পর থেকে লালমনিরহাটের সদর, আদিতমারী, কালীগন্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী অফিসার পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যগণের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত ২৮৪টি পৃথক অভিযানে ৯৪৭টি মামলায় ৯৪৬ জনের ৮ লাখ ৮ হাজার ১০০ টাকা জরিমানা ও একজনের স্বল্প মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর।
তিনি বলেন, আশা করি এতে জনমনে অনেকটাই সচেতনতা ফিরে আসবে এবং অকারণে কৌতুহলী হয়ে বাইরে বের হবার প্রবণতা কমে আসবে।