বাংলার সময় সর্দি-জ্বর নিয়ে জামাই আসায় নলছিটির ৩ বাড়িতে লাল নিশানা
৩১-০৩-২০২০, ১৬:০৫
সময় সংবাদ

ঝালকাঠির নলছিটি উপজেলায় সর্দি জ্বর ও কাশি নিয়ে ভারত থেকে বেড়াতে আসা এক ব্যক্তির শ্বশুর বাড়িসহ আশপাশের তিনটি বাড়িতে লাল পতাকা টানিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার রাতে সতর্কতায় এ লাল নিশানা টানানো হয়।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার মঙ্গলবার (৩১ মার্চ) সময় নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিকেলে নলছিটি পৌরসভার অনুরাগ গ্রামের শ্বশুর বাড়িতে ভারত থেকে বেড়াতে আসেন ওই ব্যক্তি। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তিনি ভারতে থাকতেন। তবে সম্প্রতি তিনি দেশে আসেন। গতকাল সোমবার তিনি শ্বশুর বাড়িতে আসলে স্থানীয়রা করোনা সন্দেহে উপজেলা প্রশাসনকে জানায়।
রাতেই ওই ব্যক্তির শ্বশুর বাড়িসহ তিন বাড়িতে লাল নিশানা টানিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
এ তিন বাড়ির মোট ২২ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
ওই তিন বাড়িতেই পৌরসভার পক্ষ থেকে ১০ কেজি করে চাল ২ কেজি ডাল এবং ৫ কেজি আলু পাঠিয়ে দেয়া হয়েছে। সেইসাথে সবাইকে ঘর থেকে বের না হতেও নির্দেশ দেয়া হয়েছে, বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।