শেয়ার বাজার প্রতিদিনই কমছে শেয়ারের দর
২৩-০৩-২০২০, ১২:২৭
বাণিজ্য সময় ডেস্ক

করোনা ভাইরাসের প্রভাবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সূচকের পতন ঠেকানো যাচ্ছে না। কর্মীরা বাসা থেকে কাজ করলেও নিম্নমুখী লেনদেন।
প্রতিদিনই কমছে শেয়ারের দর। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ডাও জোনস সূচক ৫২৪ পয়েন্ট বা ২ দশমিক ছয়-এক শতাংশ পতন হয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৬১ দশমিক চার-ছয় পয়েন্ট বা ২ দশমিক পাঁচ-পাঁচ শতাংশ।
নাসডাক কমেছে ১১৫ দশমিক এক-তিন পয়েন্ট বা ১ দশমিক ছয়-এক শতাংশ। করোনার প্রভাবে গোটা বিশ্বই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে সব ধরনের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।