বাংলার সময় টানা তৃতীয় দিন রাজশাহীর সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
২১-০৩-২০২০, ২০:৫২
রাজশাহী ব্যুরো

করোনা সংক্রামণ রোধে টানা তৃতীয় দিনের মতো রাজশাহীর সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল থেকে রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে টিকিট কাউন্টরগুলোও। তবে বিভাগের আটটি জেলায় অল্পসংখ্যক বাস চলাচল করছে। পরবর্তী ঘোষণা ছাড়া এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
গত ১৯ মার্চ বিকেলে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে এক বৈঠক শেষে দূরপাল্লার সমস্ত বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি। করোনা প্রতিরোধে দূরপাল্লার বাস বন্ধ রাখার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নগরবাসীও।