শেয়ার বাজার সরকারের উদ্যোগে সপ্তাহ শেষে সূচকের উন্নতি
২১-০৩-২০২০, ১২:২০
বাণিজ্য সময় ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় ধরনের দরপতন ঠেকাতে সরকারের উদ্যোগের ফলে সপ্তাহের শেষ দিনে সূচকের কিছুটা উন্নতি হয়েছে।
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা। যা এর আগের সপ্তাহের চেয়ে অন্তত ৮ হাজার কোটি টাকা কম।
গেল সপ্তাহে ডিএস-থার্টি সূচক ৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৩২৫ পয়েন্টে, ডিএসই-এক্স, প্রধান সূচক ১৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৩ হাজার ৯৭৪ পয়েন্টে এবং ডিএসই-এস শরীয়াহ সূচক ৩৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৯১৯ পয়েন্টে।
গেল সপ্তাহে লেনদেনে অংশ নেয় ৩৫৮টি কোম্পানি। তার মধ্যে দর বৃদ্ধি পায় ৪৫টি কোম্পানির এবং দর কমে ৩০৫টি কোম্পানির, অপরিবর্তীত থাকে ৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।
গেল সপ্তাহের ৫ কার্যদিবসে শেয়ারের গড় মূল্য ধরে সার্কিট ব্রেকারের নিম্নসীমা নির্ধারণ করা হয়। এই সীমার নিচে কোনো শেয়ারের দর প্রস্তাব করা হলে সেটি বিক্রয় আদেশ গ্রহণযোগ্য হবে না। এ ঘোষণার পর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকে কিছুটা উন্নতি হয়। এ সময় সূচক ৩৬৭ পয়েন্ট বৃদ্ধি পায়।