মহানগর সময় করোনা: রাজশাহী থেকে কোনো বাস ছাড়েনি আজ
২০-০৩-২০২০, ১৮:৩৩
সময় সংবাদ

করোনা প্রতিরোধে রাজশাহীর সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আগে থেকে না জানায় কাউন্টার বন্ধ থাকায় ফিরে যান বিভিন্ন রুটের যাত্রীরা। তবে, রাজশাহী থেকে বিভাগীয় ৮ জেলাসহ উত্তরাঞ্চলে বাস চলাচল স্বাভাবিক আছে।
করোনার কারণে গতকাল বিকেলে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে বৈঠক শেষে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধের ঘোষণা দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
করোনা প্রতিরোধে দূরপাল্লার বাস বন্ধ রাখার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।