বাংলার সময় পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন
১৭-০৩-২০২০, ১৪:৩৮
রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারা পারিবারিক কলহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নাজিদুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে হত্যাকারী মুকিদুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, মৃত আজগর আলীর দুই পক্ষের সন্তান নাজিদুল এবং মুকিদুলের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। রাতে নাজিদুল বাসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে চা পান করতে যাচ্ছিলেন। সেই সময় পূর্বে থেকে হাতে ছুরি নিয়ে নাজিদুলের উপরে আক্রমণ করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে বাগমারা থানা পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।
বাগমারা থাকার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।