সিটি নির্বাচন প্রার্থীদের গণসংযোগে জমে উঠছে চট্টগ্রাম সিটি নির্বাচন
১২-০৩-২০২০, ১৮:২৬
সফিকুল আলম

প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে চট্টগ্রাম সিটি নির্বাচন। ভোটারদের মন জয় করতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। মেয়র নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। আর ভয়কে জয় করে ভোটারদের কেন্দ্রে যাবার আহবান জানান বিএনপি প্রার্থীর।
চট্টগ্রাম নগরীজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। মিছিল আর স্লোগানে মুখর রাজপথ- অলিগলি। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী গণসংযোগ করেন উত্তর কাট্টলি এলাকায়। নগরবাসীকে হোল্ডিং ট্যাক্স নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে, মেয়র নির্বাচিত হলে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রামবাসী হোল্ডিং ট্যাক্স নিয়ে মহা আতঙ্কে থাকে। আমি যদি মেয়র নির্বাচিত হই আমি এই হোল্ডিং টেক্স জনগণের সহনীয় পর্যায়ে রাখবো।
একই দিন সকালে নগরীর পাহাড়তলী এলাকায় প্রচারণা চালান বিএনপি মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন। পরে যান ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জয়ের আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আপনার গণতান্ত্রিক অধিকার যে অধিকার নিঃশেষ হয়ে যাচ্ছে। যা আপনার পবিত্র আমানত। সেই আমানত আপনাদের রক্ষা করতে হবে ভোট কেন্দ্রে ভোট দিয়ে। আমি আপনাদের নগর পিতা নয় নগর সেবক হতে চাই।
নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেন কাউন্সিলর প্রার্থীরাও। আগামী ২৯শে মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি নির্বাচন।