শেয়ার বাজার পতনে সপ্তাহ পার ডিএসইর
০৭-০৩-২০২০, ১২:১৯
বাণিজ্য সময় ডেস্ক

সূচকের পতনের মধ্যদিয়ে সপ্তাহ শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সূচক পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে প্রায় ২২ শতাংশ।
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সব ধরনের লেনদেনে পতন দেখা গেছে। গেল সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৪১০ কোটি ৭৯ লাখ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৮৭ কোটি ৪৭ লাখ টাকা। ফলে লেনদেন কমেছে ৬৭৬ কোটি ৬৭ লাখ টাকা বা ২২ শতাংশ।
এ সময় মার্কেট মূলধন কমেছে এক দশমিক আট-দুই শতাংশ বা ৬২৩ কোটি ৬১ লাখ টাকা। গেল সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন ৭২৭ কোটি টাকা কমলেও ‘বি’ ক্যাটাগরিতে বেড়েছে ৫১ কোটি টাকা। ‘এন’ ও ‘জেট’ ক্যাটাগরিতে বেড়েছে অন্তত ১২ কোটি টাকা হারে।
ডিএস-থার্টি সূচক ৩০ দশমিক এক-তিন, ডিএসইএক্স বা মূল সূচক ৯৫ দশমিক সাত-পাঁচ ও ডিএসইএস শরীয়াহ সূচক কমেছে ২৮ দশমিক নয়-সাত পয়েন্ট। গেল সপ্তাহে ৩৫৮টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে বৃদ্ধি পেয়েছে ৯৭টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর।
গেল সপ্তাহে দর বৃদ্ধি পাওয়া র্শীষ পাঁচ কোম্পানি হচ্ছে, সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, সি পার্ল বিচ রিসোট অ্যান্ড স্পা লিমিটেড, হক্কানি পালম অ্যান্ড পেপার লিমিটেড ও সিভিও পেট্রোক্যামিক্যাল রিফাইনারি লিমিটেড। অন্যদিকে, দর পতনে তলানিতে থাকা পাঁচ কোম্পানি হচ্ছে, ইন্টারন্যাশনাল লেজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিস লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোং লিমিটেড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট লিমিটেড, রানার অটো-মোবাইল লিমিটেড এবং আমান ফিড লিমিটেড।