বাংলার সময় ভুট্টা ক্ষেতে মিলল বোরকা পরা নারীর কঙ্কাল
০৪-০৩-২০২০, ১৯:২১
মফিজুর রহমান রিপন

চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৪ মার্চ) বিকেলে সদর উপজেলার নবীনগর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে মাঠে কাজ করার সময় একটি ভুট্টাক্ষেত থেকে দুর্গন্ধ আসতে দেখে কৃষকরা। সেখানে গিয়ে এক নারীর গলিত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ওই নারীর পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের পর প্রকৃত মৃত্যুরহস্য উন্মোচন করা যাবে।