শেয়ার বাজার পুঁজিবাজারে বেড়েছে লেনদেন ও মূল্যসূচক
০৩-০৩-২০২০, ১৮:২৩
সময় সংবাদ

দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (০৩ মার্চ) মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও বেড়েছে।
এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে। ৬০৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।
এই অংক সোমবারের চেয়ে প্রায় ২০০ কোটি টাকা বেশি। সোমবার এই বাজারে ৪১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এই অংক সোমবারের চেয়ে প্রায় ২০০ কোটি টাকা বেশি। সোমবার এই বাজারে ৪১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১০৭ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১৩ হাজার ৬৬৬ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ২ লাখ টাকা।