বাণিজ্য সময় এসএমই মেলায় বিদেশি পণ্য প্রদর্শন-বিক্রি নয়
০৩-০৩-২০২০, ১২:২৪
বাণিজ্য সময় ডেস্ক

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার, বিক্রয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণে এসএমই মেলা বিশেষ সহায়ক বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সোমবার (০২ মার্চ) রাজধানীর এসএমই ফাউন্ডেশনে জাতীয় এসএমই পণ্য মেলা-২০২০ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলেন এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী জানান, এবারের মেলায় সারাদেশের ২৯৬টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান ৩০৯টি স্টল অংশ নেবে।
এসব প্রতিষ্ঠানেরর মধ্যে ১০১ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন। মেলায় দেশীয় উৎপাদিত পণ্যের বাইরে বিদেশি কোন পণ্য প্রদর্শন বা বিক্রি হবে না বলেও জানান মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল হালিম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।