শেয়ার বাজার জাপানের সহায়তার খবরে বেড়েছে শেয়ারের দাম
০২-০৩-২০২০, ১১:৪১
বাণিজ্য সময় ডেস্ক

জাপানের কেন্দ্রীয় ব্যাংক শেয়ারবাজারে সহায়তা করবে-এমন খবরে সোমবার (২ মার্চ) কিছুটা বেড়েছে এশিয়ার শেয়ারবাজারের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম।
চীনের শিল্পখাতের কার্যক্রম ফেব্রুয়ারিতে কমে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ জানায়, শেয়ারবাজারে দরপতন ঠেকাতে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
করোনার প্রভাবে বিশ্ব শেয়ারবাজার থেকে ৫ ট্রিলিয়ন ডলার ছিটকে পড়তে পারে বলেও গেলো সপ্তাহে পূর্বাভাস দেয়া হয়।
ব্যাংক অব জাপান বলছে, আর্থিক খাত স্থিতিশীল রাখতে যেকোনো পদক্ষেপ নেয়া হবে। কেউ কেউ করোনার প্রভাবে হওয়া আর্থিক ক্ষতিকে ২০০৮ সালের চেয়েও ভয়াবহ বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।