বাণিজ্য সময় সম্পদের সুষম বণ্টন নিশ্চিতে একসাথে কাজের আহ্বান অর্থমন্ত্রীর
২৫-০২-২০২০, ১১:৪৯
বাণিজ্য সময় ডেস্ক
অন্তর্ভূক্তিমুলক উন্নয়নের জন্য সম্পদের সুষম বণ্টন নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার রাতে (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস আয়োজিত একক বক্তব্যে মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বাংলাদেশ।
মন্ত্রী বলেন, একজন ব্যবসায়ী তিনি বলেছেন চার বছর আগে ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ার যে অবস্থা ছিল, আজ বাংলাদেশের সে অবস্থা। তিনি এখানে এসছেন বিনিয়োগ করার জন্য, তারমতে বাংলাদেশ এখন সর্বশ্রেষ্ঠ জায়গা এবং বিশ্বাসের জায়গা। গ্রোথ সবার জন্য, এত সম্পদের দেশ আমাদের, সেটা যেন সবার মাঝে বণ্টন করতে পারি সেই কাজটি করতে হবে।