মহানগর সময় সমাবেশে ভেঙে গেল মঞ্চ, একটুর জন্য রক্ষা পেলেন মেয়র লিটন
২১-০২-২০২০, ০৮:৪৫
রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সমাবেশ চলছিল। সেই সমাবেশের মঞ্চ ভেঙে একটুর জন্য রক্ষা পেলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি নিচে পড়ে যাওয়ার সময় পাশে থাকা কর্মীরা তাকে রক্ষা করেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়ার সময় এ ঘটনা ঘটে।
রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একনেকের সভায় প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। এ জন্য মেয়র হিসেবে লিটনকে সংবর্ধনা দেয়ার আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
নগরীর সাহেববাজার বড়মসজিদের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা যখন ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে মঞ্চে ওঠেন, তখন মঞ্চটি ভেঙে যায়। এ সময় লিটন পড়ে যেতে লাগলে দলীয় নেতাকর্মীরা তাকে ধরে রক্ষা করেন।