বাণিজ্য সময় ডাকঘর সঞ্চয় স্কিমে সুদের হার কমাতে পুনর্বিবেচনা করবে সরকার
১৯-০২-২০২০, ১৯:৩৮
বাণিজ্য সময় ডেস্ক
ডাকঘর সঞ্চয় স্কিমে সুদের হার কমিয়ে প্রায় অর্ধেক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। গত ১৩ ফেব্রুয়ারি ডাকঘর স্কিমে সুদের হার ১১ দশমিক দুই আট শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করে সরকার। এর পরই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
এ অবস্থার মধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার আগেভাগেই চিনি, তেল ও ছোলার মতো নিত্যপণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী বলেন, রমজানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র লাগে। সরকারের সিদ্ধান্ত হচ্ছে যেকোন মূল্যে আমাদের চাহিদা এবং যোগানের মাঝে কোনো বাধা না আসে।
মন্ত্রী বলেন, রমজানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র লাগে। সরকারের সিদ্ধান্ত হচ্ছে যেকোন মূল্যে আমাদের চাহিদা এবং যোগানের মাঝে কোনো বাধা না আসে।