বাংলার সময় সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
১৭-০২-২০২০, ১৯:৪১
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে সময় সংবাদের চিত্র সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। গত ১৫ ফেব্রুয়ারি তাহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে, সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন বক্তারা।
পাশাপাশি সন্ত্রাসী ও সুবিধাবাদী লোকদের দল থেকে বাদ দেয়ার জন্য আওয়ামী লীগের সভাপতির প্রতি আহ্বান জানান তারা।