খেলার সময় উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামছে লেস্টার সিটি
১৪-০২-২০২০, ১৪:০৯
সময় সংবাদ

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই নম্বরে উঠে আসার মিশনে উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামবে লেস্টার সিটি। দু’দলের ম্যাচটি মাঠে গড়াবে রাত ২টায়। বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ফ্র্যাঙ্কফুর্ট। এই ম্যাচটি শুরু হবে রাত দেড়টায়।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার রেসে সবাইকে ছাড়িয়ে গেছে লিভারপুল। তাই পয়েন্ট টেবিলের দুই কিংবা তিন নম্বর স্থান দখলে লড়ে যাচ্ছে অন্য ক্লাবগুলো। টেবিলের দুই নম্বরে উঠে আসার মিশনে লেস্টার সিটির প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন।
টেবিলের তিনে থাকলেও গেলো কয়েক ম্যাচে সুবিধা করতে পারেনি দ্য ফক্সেস। শেষ দুই ম্যাচে হার আর ড্র সঙ্গী হয়েছে তাদের। তাই এই ম্যাচটা জয়ে ফেরার সাথে সুযোগ পয়েন্ট টেবিলের ২ নম্বর স্থানটি দখলে নেয়ার।
মুখোমুখি পরিসংখ্যান স্বস্তিতে রাখবে লেস্টারকে। ২৫ দেখায় ১৫ জয় জেমি ভার্ডিদের। সর্বশেষ পাঁচবারের দেখায় হারের মুখ দেখেনি ব্রেন্ডন রজার্স শিষ্যরা।
দলে অবশ্য এখনো রয়েছে ইনজুরি সমস্যা। উইলফ্রেড এনডিনি এখনো হাঁটুর ব্যথায় ভুগছেন। তবে ওয়েস মর্গান, ডানিয়েল অ্যামার্টে, মেন্ডিরা তার ঘাটতি পুশিয়ে দিতে প্রস্তুত।
আক্রমণভাগে রয়েছেন জেমি ভার্ডি। যদিও বেশ কয়েক ম্যাচে গোল করতে পারছেন না তিনি। এছাড়া বার্নস, ম্যাডিসন, পেরেজরা রয়েছেন ছন্দে। তাই বলাই যায় ইপিএলে দ্বিতীয় স্থানটা দখলে নিতে জয় ভিন্ন কিছু ভাবছে না দ্য ফক্সরা।
বুন্দেসলিগায় ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড। শিরোপা প্রত্যাশী ডায় বরুশেনরা গেলো দুই ম্যাচে হোঁচট খেয়ে নেমে গেছে টেবিলের ৩ নম্বরে।
ট্রফি রেসে থাকতে জয় ভিন্ন বিকল্প নেই ডর্টমুন্ডের। দুর্দান্ত ছন্দে রয়েছেন হাল্যান্ড। জ্যাডন সানচো এখন পর্যন্ত বরুশিয়ানদের জার্সিতে করেছেন ১৩টি অ্যাসিস্ট। সবচেয়ে বড় আশার খবর হলো, বুন্দেসলিগায় এবারের মৌসুমে এখন পর্যন্ত একমাত্র তারাই ঘরের মাঠে হারের মুখ দেখেনি।
তাছাড়া হাকিমি, ক্যানরা রয়েছেন ছন্দে। ব্র্যান্ড, ডেনলে, রিউসের খেলা নিয়ে রয়েছে সন্দেহ। তবে ঘরের মাঠ বলে আরো একটা জয়ের আশায় মাঠে নামবে ডাইবরুশেনরা।