খেলার সময় ঢাকা থেকে খেলোয়াড় উঠে আসছেন না কেন?
১৪-০২-২০২০, ১৩:৩৬
খেলার সময় ডেস্ক

এক সময় ঢাকা থেকে উঠে এসেছে অনেক তারকা ক্রিকেটার। সে জায়গাটা এখন দখল করে নিয়েছে উত্তরাঞ্চলের ক্রিকেটাররা। নানা সুযোগ সুবিধা থাকার পরও কেনো ঢাকা থেকে উঠে আসছে না মানসম্পন্ন ক্রিকেটার? কারণ খুঁজলে পাওয়া যাবে নানা অব্যবস্থাপনা ও ক্রিকেটকে বাণিজ্যিকীকরণের উদাহরণ। তবে সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিচর্যা করলে ঢাকা হবে ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর।
অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী দলটার ৮ সদস্য দিনাজপুর বিকেএসপির ছাত্র। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে একটা নির্দিষ্ট জায়গা থেকে এত ক্রিকেটার উঠে এলো কীভাবে? অথচ দেশের যে জায়গাটার অলিতে গলিতে ক্রিকেট চলে। সেখানে থাকার কথা ছিল ঢাকার নাম। প্রচুর সুযোগ সুবিধা আর অর্থের প্রাচুর্যে দেশের ক্রিকেট এখনও ঢাকামুখী। ঢাকা থেকে ক্রিকেটার উঠে না আসার কারণ ব্যাখ্যা করলেন ক্রিকেট বিশ্লেষকরা।
এ প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, প্লেয়ার তৈরির জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ হচ্ছে না। তাছাড়া ঢাকায় মাঠ নেই। এটা একটা বড় সমস্যা।
তবে এক সময় গল্পটা ভিন্ন ছিল। মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপি, শরীফরা, শাহাদাত হোসেন সবাই উঠে এসেছেন ঢাকা থেকে। এক তাসকিন আহমেদ ছাড়া বর্তমানে বড় কোনো মুখ উঠে আসেননি এ রাজধানী থেকে। যা পোড়ায় ঢাকার সাবেক পেসার শরীফকে।
তিনি বলেন, তখন যতটুকু সুযোগ ছিল ততটুকু কাজে লাগিয়েই সাফল্য এসেছে। এখন সে কাঠামোটা নেই।ঢাকার ক্রিকেট একাডেমিগুলোর অর্থ আছে। মাঠ যা আছে তা দিয়েই ক্রিকেটার উঠিয়ে নিয়ে আসার একটা পথ বাতলে দিলেন সাবেকরা।
তারা বলেন, মান যাচাই করতে হবে। একটা সিস্টেমে আনতে হবে। শুধু ব্যবসা করলে চলবে না। খেলোয়াড়ও তৈরি করতে হবে।
নানা প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য পাওয়া ক্রিকেট ক্লাবগুলোর চুম্বক অংশই ঢাকার। কিন্তু তা অন্য জেলার ক্রিকেটারদের ধার করে। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে গলির ক্রিকেটারই হবে একদিন দেশের ক্রিকেটের বড় নাম।